বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ২১:৪৫

শাবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা

ছবি : বাসস

সিলেট, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য ড. মোসলেহ উদ্দিন আহমদ। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন। 

সভায় অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমাদের জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের উচ্চশিক্ষা বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর নেতৃত্বে সারা দেশে বিশ্ববিদ্যালয়সমূহে ব্যাপক সংখ্যক নতুন বিষয় (সাবজেক্ট) চালু হয়। ফলে আজ অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে।