বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ২১:১৬

ভোলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

ছবি : বাসস

ভোলা, ৮ জানুয়ারি ২০২৬ (বাসস): বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভোলায় জেলা বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা সদরের মহজনপট্রি জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। 

খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, জিয়া পরিবারের সাথে আমাদের পরিবারের ছিলো পারিবারিক সম্পর্ক। দক্ষিণাঞ্চল তথা তৎকালীন বরিশাল জেলা বর্তমান বরিশাল বিভাগে বিএনপিকে সংগঠিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বড়ভাই মোশারেফ হোসেন শাজাহানকে দায়িত্ব দিয়েছিলেন। ফলে মোশারেফ হোসেন শাজাহানের নেতৃত্বেই এতদাঞ্চলে বিএনপি সংগঠিত হয়েছিলো। সেই ধারাবাহিকতা আজো আমরা ধরে রেখেছি। 

তিনি বলেন, দলের নেতৃত্বকে অত্যন্ত সুসংগঠিত করার স্বীকৃতিস্বরূপ আমার ভাই মোশারেফ হোসেন শাজাহান ভোলা থেকে বার বার সংসদ সদস্য হয়েছিলেন, দু'বার প্রতিমন্ত্রী বানিয়েছিলেন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। 

জেলা বিএনপির আহ্বায়ক বলেন-আমার ভাই মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি দলের ভোলা জেলার নেতৃত্বের হালধরি। সেই থেকে অদ্যবধি দলের দায়িত্ব পালন করে আসছি। 

গোলাম নবী আলমগীর বলেন-চেয়ারপার্সন খালেদা জিয়া দলকে শক্তিশালী করার নিমিত্বে যতবারই ভোলায় এসেছিলেন, ততোবারই আমার ভোলার বাড়িতে আসতেন। আজ বেগম খালেদা জিয়া নেই, কিন্তু তার ফেলে আসা সেইব স্মৃতি আজ বার বার সামনে এসে আমাদের সজাগ করছে। মহান রাব্বুল আ-লা-মি-ন এই অকুতোভয় আপোসহীন গুণী নেত্রীকে যেনো জান্নাতের সু-উচ্চ মা-কা-ম দান করেন অনিষ্ঠানে সকলের কাছে এমন দোয়া-ই চাইলেন জেলা বিএনপির এই শীর্ষ নেতা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ভোলা জেলা বিএনপির সদস্য সচীব রাইসূল আলম, যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরন,এ নামূল হক, হুমায়ুন কবির সোপান,য ুবদল সভাপতি আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচীব রবিন চৌধুরী, বিএনপি নেতা খন্দকার আল-আমিনসহ জেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।