বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ২০:৪৫

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, শাড়ি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বাঁকাল চেকপোস্ট ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁকাল চেঁকপোস্ট বিওপি অভিযানে চেকপোস্ট সংলগ্ন ঢালিপাড়া এলাকা থেকে ভারতীয় কম্বল জব্দ করে।

এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানক দল কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা মাঠ থেকে ভারতীয় শাড়ি, ওষুধ ও কম্বল জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১৫ লাখ ৫৫ হাজার ৭৫০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।