শিরোনাম

চট্টগ্রাম, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঢাকা-চট্টগ্রাম পেট্টোলিয়াম তেল পরিবহন পাইপ লাইন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। পাইপ লাইনের ওপর ঘর নির্মাণ করে মাটির নিচে অভিনব কায়দায় সুড়ঙ্গ তৈরী করে পাইপ থেকে তেল চুরির ঘটনা ধরা পড়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদির ফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের গোদনাইলে তেল পাম্পিং করার সময় অতিরিক্ত চাপে তেল মাটি ফুঁড়ে ওপরে অনেক এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
বিপিসি জানায়, পাইপলাইনটি মাটির প্রায় ১২ ফুট নিচ দিয়ে গেছে। কিন্তু দুর্বৃত্তরা মানুষের চোখ এড়ানোর জন্য এই পাইপলাইনের ঠিক ওপরে একটি টিনশেড ঘর নির্মাণ করে। এরপর ঘরের ভেতর থেকে মাটির নিচে সুড়ঙ্গ করে পাইপলাইনে ছিদ্র করে দীর্ঘ দিন ধরে ডিজেল চুরি করে আসছিল। এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে যখন উচ্চচাপে তেল সরবরাহ করা হচ্ছিল, তখন চোরদের করা ছিদ্র দিয়ে তেল উপচে আশপাশে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার সকালে পাইপলাইন থেকে ডিজেল চুরির খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, পেট্রোলিয়াম করপোরেশনের পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
ঘটনাস্থল পরিদর্শন ও চুরির কৌশল সম্পর্কে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি’র (পিটিসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমাদ বলেন, দুর্বৃত্তরা অত্যন্ত সুকৌশলে পাইপলাইনের ওপর ঘর বানিয়ে মাটির নিচে লাইন ফুটো করে তেল চুরি করছিল। পাম্পিংয়ের সময় অতিরিক্ত চাপে তেল বাইরে ছড়িয়ে পড়ায় বিষয়টি ধরা পড়ে। আমাদের কর্মীরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ছড়িয়ে পড়া ডিজেল সংগ্রহের কাজ শুরু করেছে।
ঘটনার পর মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।