বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ২০:১৮

কুড়িগ্রামে যাত্রাপুর চরবাসীর পাশে চর উন্নয়ন কমিটি

ছবি : বাসস

কুড়িগ্রাম, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কুড়িগ্রামে চরাঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা চর উন্নয়ন কমিটি।

আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা ও গোয়াইলপুরী চরে দুই শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই মানবিক কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমান, সদর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখেরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

যাত্রাপুর ইউনিয়ন চর উন্নয়ন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লুৎফর রহমান মাস্টার, যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমেদ, খাইরুল ইসলাম এবং মাদক প্রতিরোধ কমিটির সদস্য রেজাউল ইসলাম রেজাসহ অনেকে।

কম্বল পেয়ে চরবাসীর চোখে মুখে ফুটে ওঠে স্বস্তির ছাপ। অনেকেই জানান, নদীঘেরা চরে শীতের কষ্ট শহরের মানুষের তুলনায় বহুগুণ বেশি। কাজের সুযোগ সীমিত হওয়ায় শীত মোকাবিলায় প্রয়োজনীয় বস্ত্র জোগাড় করাও অনেকের পক্ষে সম্ভব হয় না।

এ সময় অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, চরের মানুষ বছরের পর বছর অবহেলা আর বঞ্চনার শিকার। তাদের জীবনমান উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। শীত, বন্যা কিংবা খাদ্যসংকট—সবচেয়ে বেশি ভোগান্তিতে থাকে চরাঞ্চলের মানুষ।

তিনি আরও বলেন, যেভাবে পার্বত্য অঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় রয়েছে, ঠিক তেমনি কুড়িগ্রামসহ দেশের চরাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য একটি চর বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।