বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪৬

পিরোজপুরে মৎস্য সমিতির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ছবি : বাসস

পিরোজপুর, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার জাতীয় মৎস্য সমিতির প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে জিয়ানগর উপজেলা বিএনপি কার্যালয়ে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করা হয়। 
তাদের বরণ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

এ সময় জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে আজ তৃণমূল থেকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জিয়ানগরে জাতীয় মৎস্য সমিতির শতাধিক নেতাকর্মীর যোগদান সেই গণজোয়ারেরই প্রতিফলন।