বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:৩৪

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে শনিবার শুরু হচ্ছে ‘নন-ফিকশন’ বইমেলা

ছবি : বাসস

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে নবমবারের মতো আয়োজন করছে নন-ফিকশন বইমেলা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ মেলা আগামী ১০ থেকে ১২ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১টায় এই মেলা শুরু হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বণিক বার্তার সহকারী সম্পাদক বদরুল আলম, প্রধান প্রতিবেদক ইমামূল হাছান আদনান, যুগ্ম বার্তা সম্পাদক শানজিদ অর্ণব, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ব্র্যান্ডিং মঞ্জুর হোসাইন, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ডিজিএম মো. আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। 

বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা।

সংবাদ সম্মেলনে জানানো হয়,  এ বছর মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে।

এছাড়া, মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় শেষ দিন থাকবে র‌্যাফল ড্র’র আয়োজন। র‌্যাফল ড্র’র বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, গত বছরের ধারাবাহিকতায় এ বছরও 'নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫' দিতে যাচ্ছে বইমেলা কর্তৃপক্ষ। মেলায় অংশ নেওয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারকদের প্যানেল ২০২৫-এর এ সম্মাননার জন্য নন-ফিকশন বই নির্বাচিত করবেন। মেলার শেষ দিন সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত বইকে 'নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫' দেওয়া হবে। 

উল্লেখ্য, গত বছরও ৪টি বই 'নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪' পেয়েছিল।

১২ জানুয়ারি বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন 'নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫'-এর জুরি বোর্ডের সদস্যরা।