বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:১২

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মেহেরপুরের ব্যবসায়ীদের শোক  

বেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ বুধবার মেহেরপুরের সব ব্যবসা প্রতিষ্ঠান অর্ধ দিবস এবং জুয়েলারি ব্যবসায়ীরা দিনব্যাপী সব জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ছবি : বাসস

মেহেরপুর, ৩১ ডিসেম্বর ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মেহেরপুরের ব্যবসায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ বুধবার মেহেরপুরের সব ব্যবসা প্রতিষ্ঠান অর্ধ দিবস এবং জুয়েলারি ব্যবসায়ীরা দিনব্যাপী সব জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোমিন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের মানুষ শোকাহত। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আজ জেলার সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।  

বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর মৃত্যুতে জেলার ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকে অর্ধ দিবস সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।