বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৮
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪

খালেদার জানাজায় অংশ নিতে রেলযোগে নরসিংদীর বিএনপি নেতাকর্মীরা

ভোর থেকে ট্রেনে করে নরসিংদী থেকে শীতকে উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় পৌঁছেছেন। ছবি : বাসস

নরসিংদী, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের নির্দেশনায় চারটি ট্রেনে করে নরসিংদী থেকে শীতকে উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় পৌঁছেছে।

ভোর ৬টা থেকে সকাল দশটা পর্যন্ত চারটি ট্রেনে ও একাধিক বাস ভাড়া করে ঢাকায় পৌছে নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানায়, বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা ব্যথিত। তাদের নেত্রীকে শেষবারের মত বিদায় জানাতে ট্রেনে করে ঢাকায় যাচ্ছেন।

এ সময় নরসিংদী শহর বিএনপির সভাপতি মাহমুদ হোসেন বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন এর নির্দেশনায় ঢাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চারটি ট্রেনে করে কয়েক হাজার নেতাকর্মী অসাধারণ জনগণ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির সম্পাদক মনজুর এলাহীর নির্দেশনায় একাধিক বাসে করে ঢাকায় যাত্রা দিচ্ছে।