শিরোনাম

বরিশাল, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ- শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বরিশাল মহানগর এলাকায় বেশ কিছু কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
আজ ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইন ২০০৯-এর ২৯, ৩০, ৩১, ৩৪ ও ৩৫ ধারায় ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মহানগরীর উন্মুক্ত স্থান ও রাস্তায় কনসার্ট, নাচ-গানের আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পটকা, আতশবাজি ও ফানুস ওড়ানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নগরবাসীকে নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছে বিএমপি।