বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫

ভোলার ৪ টি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

ফাইল ছবি

\ আল-আমিন শাহরিয়ার \

ভোলা, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বীপজেলা ভোলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত জাতীয়তাবাদী দল-বিএনপি ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন, ভোলা-১ আসনে বাংলাদেশ জামায়াতের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী-মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ভোলা-২ আসনে জামায়াতের প্রার্থী মুফতি মোহাম্মদ ফজলুল করিম এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন।

আজ বুধবার ভোলার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভোলা-১ (ভোলা সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৯ জন প্রার্থী। তারা হলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (বিজেপি), আলহাজ্ব গোলাম নবী আলমগীর (বিএনপি), মো. নজরুল ইসলাম (জামায়াতে ইসলামী), মাওলানা মো. ওবায়দুর রহমান (ইসলামী আন্দোলন), মোহাম্মদ আশ্রাফ আলী (ইসলামিক ফ্রন্ট), আইনুর রহমান জুয়েল (গণঅধিকার পরিষদ), আকবর হোসেন (জাতীয় পার্টি), রফিজুল হোসেন (স্বতন্ত্র) ও মিজানুর রহমান (ন্যাশনাল পিপলস পার্টি)।

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন, মো. হাফিজ ইব্রাহিম (বিএনপি), মোহাম্মদ ফজলুল করিম (জামায়াতে ইসলামী), মো. জাকির হোসেন খন্দকার (স্বতন্ত্র), অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটু (জাতীয় পার্টি), মহিবুল্যাহ খোকন (স্বতন্ত্র), তাছলিমা বেগম (স্বতন্ত্র), মোকফার উদ্দিন চৌধুরী (এলডিপি), মো. আলাউদ্দিন (আমজনতা দল) ও মোহাম্মদ আব্দুস সালাম (খেলাফত মজলিস)।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম (বিএনপি), মো. কামাল উদ্দিন (জাতীয় পার্টি), মোহাম্মদ মোসলেউদ্দিন (ইসলামী আন্দোলন), মোহাম্মদ নিজামুল হক (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি), মোহাম্মদ আবু তৈয়ব রহমান (গণঅধিকার পরিষদ) ও মোহাম্মদ রহমত উল্লাহ (স্বতন্ত্র)।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। প্রার্থীরা হলেন— মো. নুরুল ইসলাম নয়ন (বিএনপি), মোহাম্মদ মোস্তফা কামাল (জামায়াতে ইসলামী), মোহাম্মদ কামাল উদ্দিন (ইসলামী আন্দোলন), আবুল কালাম (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন), মোহাম্মদ জামাল উদ্দিন রুমি (আমজনতা দল), মোহাম্মদ রফিকুল ইসলাম (স্বতন্ত্র) ও মোহাম্মদ মিজানুর রহমান (জাতীয় পার্টি)।

নির্বাচনী তফসিল অনুযায়ী

মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি

আপিল দায়ের: ৫ থেকে ৯ জানুয়ারি

আপিল নিষ্পত্তি: ১০ থেকে ১৮ জানুয়ারি

প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি

প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি

ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি

ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান বাসসকে জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। 

পুলিশ সুপার মো. শহিদল্লাহ কাউছার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলার চারটি সংসদীয় আসনে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।