বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:১৩

দেশনেত্রী খালেদার মৃত্যুতে শোকে স্তদ্ধ ভোলাবাসী, জানাজায় অংশ নিচ্ছেন দুই লক্ষাধিক মানুষ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া । ফাইল ছবি

 ।। আল-আমিন শাহরিয়ার।।

ভোলা, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্যান্য জেলার ন্যায় শোকে স্তদ্ধ দক্ষিণাঞ্চলের দ্বীপজেলা ভোলার মানুষ। স্বৈরাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকারের প্রশ্নে ‘আপসহীন’ নেত্রীকে হারিয়ে বিশেষ করে এখানকার বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।

গতকাল মঙ্গলবার ভোর ৬ টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো ভোলাবাসীর মধ্যে যেনো হঠাৎ শোকের ছায়া নেমে আসে। শেষ স্মৃতিটুকু ধরে রাখতে প্রাণপ্রিয় নেত্রীর জানাজায় যোগ দিতে মঙ্গলবার সকাল থেকেই হাজার হাজার বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। লঞ্চ, বাস, মাইক্রো ও ব্যাক্তিগত যানবাহনযোগে তারা ছুটে যান ঢাকার পথে। 

ভোলা জেলা বিএনপির সদস্য সচীব রাইসূল আলম বাসসকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব, প্রিয় নেত্রী খালেদা জিয়াকে হারিয়ে আমরা এখন অভিজ্ঞ অভিভাবকশূণ্য হয়ে পড়েছি। 

তিনি জানান, মরহুমা খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত জেলার ৭ উপজেলা থেকে কমপক্ষে দুই লক্ষাধিক বিএনপি নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে গিয়েছেন। তিনি বলেন, প্রাণপ্রিয় নেত্রীর মৃত্যুর খবর শুনে ভোলাবাসী জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় পাড়ি জমিয়েছেন। 

জেলার দৌলতখান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাজাহান সাজু জানান, এ আসন থেকে প্রায় ৪০ হাজার বিএনপি নেতাকর্মী ঢাকায় গিয়েছেন। সেখানকার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ ইব্রাহিম মঙ্গলবার সকালেই নেতাকর্মীদের একটি বিশাল বহর নিয়ে আজকের জানাজায় সমবেত হতে ঢাকায় চলে গেছেন বলেও উপজেলা বিএনপির এনেতা জানিয়েছেন। 

লালমোহন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত গণমাধ্যমকে জানান, ভোলা-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে ঢাকায় চলে গেছেন। 

তিনি জানান, আজকের মরহুমা নেত্রীর জানাজায় যোগ দিতে লালমোহন-তজুমদ্দিন উপজেলা থেকে নিজ নিজ দায়িত্বে ঢাকার উদ্দেশ্যে কমপক্ষে ৫০ হাজার বিএনপি নেতাকর্মী গিয়েছেন। 

ভোলা-৪ আসন (চরফ্যাশন-মনপুরা) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের মূখপাত্র মান্নান মিয়াজী জানান, তাদের নেতা ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করছেন। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চরফ্যাশন ও মনপুরা উপজেলা থেকে অর্ধ লক্ষাধীক বিএনপি নেতাকর্মী শত কষ্ট উপেক্ষা করে ইতিমধ্যেই ঢাকায় ছুটে গেছেন বলে জানান মান্নান মিয়াজী। সব মিলিয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দ্বীপাঞ্চলের জেলা ভোলা থেকে আজ বুধবার দুই লক্ষাধীক শোকার্ত মানুষের কাফেলা পৌছুলো ঢাকার জাতীয় সংসদ চত্বরে।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতবার সরকার গঠন ও বিরোধী দলের নেতৃত্বে ছিলেন-ততবারই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভোলায় এসেছিলেন। ভোলার উন্নয়ন অবকাঠামো বিনির্মান এবং ভোলায় প্রাপ্ত খনিজ গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পর তার প্রথম উত্তোলনের উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ কারণে প্রিয় এই দেশনায়কের প্রতি ভোলাবাসীর রয়েছে এক অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা ও হৃদয় নিংড়ানো মায়ার বন্ধন। তাই ভোলাবাসীর কাছে বেগম খালেদা জিয়া হয়ে থাকবেন-চির অমর;চির অম্লান, এক বিরত্ত্বগাথা নাম হয়ে-এমনটাই মনে করছেন এখানকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।