শিরোনাম

নাটোর, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুত আজ থেকে জেলায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে।
রাষ্ট্রীয় শোকের এই কর্মসূচি পালনের অনুরোধ জানিয়ে জেলা তথ্য অফিস গতকাল শহরে ব্যাপকভাবে সড়কে প্রচারণা চালায়। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল এ সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নে এক প্রজ্ঞাপন জারি করে।
শোক পালনের তিন দিন অর্থাৎ আজ থেকে শুক্রবার পর্যন্ত সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আগামী শুক্রবার নাটোরের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।