শিরোনাম

মানিকগঞ্জ, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে হ্রাস পাওয়ার কারণে আজ বুধবার ভোর সাড়ে চারটা থেকে নৌপথটিতে ফেরি চলাচল বন্ধ ছিল।
পরে সকাল সাড়ে ৯ টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় পদ্মা নদীর দৃশ্যমানতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে বলে বুধবার ভোর সাড়ে ৪ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ ছিল। ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯ টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
ডিজিএম আবদুস সালাম বলেন, সমস্ত ফেরি এখন সম্পূর্ণ লোডসহ স্বাভাবিকভাবে চলছে।