শিরোনাম

খাগড়াছড়ি, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : খাগড়াছড়িতে অস্ত্র কিনতে এসে যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন আইয়ুব (৪৬) নামের এক ব্যাক্তি। আটক আইয়ুব চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার মৃত ইছহাকের ছেলে।
গতকাল মঙ্গলবার রাতে জেলা সদরের কৃষি গবেষণা কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা এক অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৮ টার দিকে জেলা সদরের কৃষি গবেষণা কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী কৃষি গবেষণা এলাকায় অভিযান পরিচালনা করে আইয়ুবকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটক আইয়ুবের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ কায় কিসলু।