শিরোনাম

ফরিদপুর, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দল প্রধানের মৃত্যুতে ফরিদপুর জেলা কার্যালয়ে কোরআন তেলাওয়াত, দলীয় ও শোক পতাকা উত্তোলন, শোক বইতে স্বাক্ষর, শোক ব্যানার টানানো এবং কালো ব্যাচ ধারণসহ নানা কর্মসূচি পালন করে দলটি।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনাল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় দেশনেত্রীকে নির্যাতন করেছেন, গুরুতর অসুস্থ থাকার পরেও চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেননি। শুধু চিকিৎসার অভাবে তিনি মারা গেলেন। আমাদের প্রিয় নেত্রীকে হারিয়ে আমরা শোকাহত।
জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব বলেন, আমাদের গণতন্ত্রের মা, আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশবাসী আজ শোকাহত। আমরা তার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছি।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে আমরা রাজনৈতিক অভিভাবক হারালাম। তার এ মৃত্যু শুধু দল নয় দেশের অপূরণীয় ক্ষতি। বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা সেটা অতীতে বারবার প্রমাণ করেছে দেশের মানুষ। নেত্রীকে হারিয়ে আজ আমরা হতাশ। সেই হতাশাকে কাটার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গঠন করতে পারব।
আজ জাতীয় সংসদ ভবনের সামনে নেত্রীর জানাজা শেষ করে ফরিদপুরে ফিরে আমাদের দলীয় কর্মসূচি ফের পালন করবো।