বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯

খালেদা জিয়ার মৃত্যুতে বাগেরহাট ছাত্রদলের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

বাগেরহাট, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দিনভর খানজাহানীয়া মাদ্রাসা বাগেরহাটে আয়োজিত এই দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন, শামিম মুন্সি, ইমন শেখ, বাহাউদ্দীন ফাহিম, নাজমুস সাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম। তার নেতৃত্বে দেশের গণতন্ত্র বহু সংকটের মধ্যেও পথ খুঁজে পেয়েছে।

বক্তারা আরও উল্লেখ করেন, খালেদা জিয়াকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত খবর দেশজুড়ে এক অজানা রাজনৈতিক সংকট ও উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ তিনি শুধু একটি দলের নয়, বরং দেশের গণতান্ত্রিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।