বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ২১:৩০

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ঢাবি প্রশাসনের বিশেষ পরিবহন ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫(বাসস) : দেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। 

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও তৎসংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে।  

আগামীকাল সকাল ১১টায় শিক্ষার্থীদের জন্য ২টি টিএসসিতে, ৩ টি কার্জন হল এলাকায় এবং ৫টি বাস ভিসি চত্বরে অবস্থান করবে। 

একই সময় শিক্ষকদের জন্য ২টি এসি মিনিবাস কলা ভবনের বাইরের গেটে অবস্থান করবে। প্রক্টর ও সহকারী প্রক্টরদের জন্য ১টি এসি মিনিবাস প্রক্টর অফিসের সামনে অবস্থান করবে। কর্মকর্তাদের জন্য ১টি মিনিবাস এবং কর্মচারীদের জন্য ১টি বাস প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবে।