বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ২০:৩৮

খাগড়াছড়িতে বিএনপির দোয়া মাহফিল ও শোক সভা  

ছবি : বাসস

খাগড়াছড়ি, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন বিএনপি’র নেতা-কর্মি সহ জেলার সর্বস্তরের মানুষ। 

আজ মঙ্গলবার সকাল থেকে তাঁর রূহের মাগফিরাত কামনায় খাগড়াছড়ির বিভিন্ন মসজিদ, মাদরাসা সহ দলীয় কার্যালয়ে চলছে খতমে কোরআন ও দোয়া মাহফিল। 

এ উপলক্ষে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে খোলা হয়েছে শোক বই। এ ছাড়া বিএনপি দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ পরিধান করেছেন কালো ব্যাজ।  

মঙ্গলবার সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনা সাথে সাথে জেলার বিএনপির নেতাকর্মীরা দলে দলে ছুটে আসেন কেন্দ্রীয় বিএনপির সহ -কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার কাছে। এ সময় তিনি সবাইকে শোকের কালো ব্যাজ পরিয়ে দেন। পরে তাঁর বাসভবনের  সামনে শোকার্ত নেতাকর্মীদের সাথে নিয়ে শোক প্রকাশ করেন।

এ শোক সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, যুগ্ম-সম্পাদক এডভোকেট মালেক মিন্টু ও মো. মোশারফ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া শোক প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় রাজনৈতিক সঙ্কটে ঐক্যের প্রতীক, আপসহীন একজন গণতন্ত্রকামী জনবান্ধন নেত্রী। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ হওয়ার নয়। খালেদা জিয়ার  চিরবিদায়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা কোনদিন পূরণ হবে না।