শিরোনাম

কিশোরগঞ্জ, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলার বাজিতপুর উপজেলা বিএনপির উদ্যোগে সরারচরে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার দুপুরে পবিত্র কোরআন খতম করা হয়। পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলার বিভিন্ন উপজেলাতে পৃথকভাবে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।