শিরোনাম

নেত্রকোণা, ৩০ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার আটপাড়া উপজেলায় আজ ভ্রাম্যমাণ দু’টি অবৈধ ইটভাটা বন্ধ এবং মোট একলাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আটপাড়া উপজেলায় বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে আটপাড়া উপজেলার তেলিগাতীর মঙ্গলসিদ্ধ এলাকায় মেসার্স সমতা ব্রিকস ম্যানুফ্যাকচারার নামক অবৈধ ইটভাটার কাঁচা ইট ধ্বংস ও পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়। পাশাপাশি ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে আটপাড়া উপজেলার মাটিকাটা এলাকায় নেহাল ব্রিকস'র কাঁচা ইট ধ্বংস ও পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ইটভাটাটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা উপস্থিত ছিলেন।