বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৪১

মুন্সীগঞ্জে ৩টি আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মুন্সীগঞ্জ, ৩০ ডিসেম্বর ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে ৭ জন, মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনে ৭ জন এবং মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া) আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ-১: মোঃ আব্দুল্লাহ (বিএনপি), এ কে এম ফকরুদ্দিন রাজী (জামায়াতে ইসলাম), মোঃ আতিকুর রহমান খান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আব্দুর রহমান (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মীর সরফত আলী সপু (স্বতন্ত্র), মোহাম্মদ মমিন আলী (স্বতন্ত্র) এবং ৩রোকেয়া আক্তার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)।

মুন্সীগঞ্জ-২: আব্দুস সালাম আজাদ (বিএনপি), এ বি এম ফজলুর করীম (জামায়াতে ইসলাম), মোঃ মাজেদুল ইসলাম (এনসিপি), মোঃ আমিনুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস), আশিক মাহমুদ (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মোঃ নোমান মিয়া (জাতীয় পার্টি) ও কে এম বিল্লাল (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

মুন্সীগঞ্জ-৩ আসনের মোঃ কামরুজ্জামান (বিএনপি), শেখ মোঃ কামাল হোসেন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মোঃ সুমন দেওয়ান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ আনিস মোল্লা (বাংলাদেশ লেবার পার্টি), নুর হোসাইন নুরানী (বাংলাদেশ খেলাফত মজলিস), মোঃ মহিউদ্দিন (স্বতন্ত্র), মোঃ আরিফুজ্জামান দিদার (জাতীয় পার্টি), শেখ মোঃ শিমুল (বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কস পার্টি) ও হাজী আব্বাস কাজী (খেলাফত মজলিস)।

জেলা প্রশাসক জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।