শিরোনাম

বান্দরবান, ২৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবান আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন সময়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
প্রার্থীরা হলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মো. আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) থেকে আবু সাঈদ শাহা সুজাউদ্দিন।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এদিন বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীদের সমর্থক ও নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা ছিল সরব।
মনোনয়ন দাখিল শেষে প্রার্থীরা নিজ নিজ দলকে বিজয়ী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পার্বত্য জেলা বান্দরবানের সার্বিক উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকারও করেন তারা।