শিরোনাম

বাগেরহাট, ২৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): বাগেরহাটে চলমান তীব্র শীতে অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার রাতে বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি ফাউন্ডেশন চত্বরে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সাবেক সচিব ও বিশিষ্ট সমাজসেবক ড. মো. ফরিদুল ইসলাম (বাবলু)।
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. ওয়ালিউল্লাহ, লতিফ মাস্টার ফাউন্ডেশনের সদস্য মো. ওলিউজ্জামান মিনা, স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টার ফকিরহাটের প্রিন্সিপালসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিরা।