বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ০০:৩৬

খাগড়াছড়িতে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছবি : বাসস

খাগড়াছড়ি, ২৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার একমাত্র সংসদীয় আসন (২৯৮ নং) থেকে ৯টি রাজনৈতিক দলের প্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মনোনয়নপত্র জমাদানের শেষদিনে বিভিন্ন রাজনৈতিক দলের ৯ জন প্রার্থী এবং ৬ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দলীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন: বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশোপ্রু মারমা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউছার, জাতীয় পার্টির মিথিলা রওয়াজা, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নূর ইসলাম, গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আনোয়ার হোসেন মিয়াজি এবং বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন: কেন্দ্রীয় বিএনপির সদস্য সমীরণ দেওয়ান, মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোনা রতন চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্ম জ্যোতি চাকমা, লাব্রিচাই মারমা, সন্তোষিত চাকমা বকুল এবং খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত আরও জানান, খাগড়াছড়ি আসন থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৫ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৩ জানুয়ারি সকাল ১০টা থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হবে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের সময়কাল ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।

আর আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।