শিরোনাম

যশোর, ২৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে বিএনপির ১০ জন, জামায়াতে ইসলামীর ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬ জন, জাতীয় পার্টির ৭ জন, এবি পার্টির ২ জন, স্বতন্ত্র ১০ জন এবং বিএনএফ, বাসদ, জাগপা, সিপিবি, খেলাফত মজলিস ও মাইনরিটি জনতা পার্টির একজন করে প্রার্থী রয়েছেন।
যশোর-১ (শার্শা উপজেলা) আসনে মেট ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিএনপি মনোনীত মো. নূরুজ্জামান লিটন, বিএনপি নেতা মো. মফিকুল হাসান তৃপ্তি, জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ আজীজুর রহমান, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম চঞ্চল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. বক্তিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান আলী গোলদার ও মো. আবুল হাসান জহির।
যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা) আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত মোছা. সাবিরা সুলতানা, এবি পার্টির রিপন মাহমুদ, বিএনপি নেতা মো. ইসহাক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইদ্রিস আলী, জাতীয় পার্টির মো. ফিরোজ শাহ, স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলাম, বিএনএফের মো. শামছুল হক, বাসদের মো. ইমরান খান, স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী হাসানসহ অন্যান্যরা।
যশোর-৩ (বসুন্দিয়া ইউনিয়ন বাদে সদর উপজেলার বাকি অংশ) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, জামায়াতে ইসলামীর মো. আব্দুল কাদের, জাতীয় পার্টির মো. খবির গাজী, সিপিবির মো. রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ শোয়াইব হোসেন এবং জাগপার মো. নিজামদ্দিন অমিত।
যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত টি এস আইয়ুব ও মতিয়ার রহমান ফারাজী, বিএনপি নেতা সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, স্বতন্ত্র এম. নাজিমউদ্দীন আল আজাদ, জাতীয় পার্টির মো. জহুরুল হক, মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মণ্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজীদ হোসাইন, খেলাফত মজলিসের মাওলানা আশেক এলাহী, জামায়াতে ইসলামীর মো. গোলাম রসুল এবং স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ।
যশোর-৫ (মণিরামপুর উপজেলা) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত মো. রশীদ আহমাদ, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জয়নাল আবেদীন, জাতীয় পার্টির এম এ হালিম এবং স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান, শহীদ মো. ইকবাল হোসেন, এবিএম গোলাম মোস্তফা ও মো. নজরুল ইসলাম।
যশোর-৬ (কেশবপুর উপজেলা) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বিএনপির মো. আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর মো. মোক্তার আলী, জাতীয় পার্টির জিএম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শহিদুল ইসলাম এবং এবি পার্টির মো. মাহমুদ হাসান।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।