বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ২৩:৪০

জাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের দায়ে পরীক্ষার্থীর কারাদণ্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির লিখিত পরীক্ষার শেষ ধাপ হিসেবে আজ (সোমবার) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

একই দিনে ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজকের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গণিত ও ভৌতবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) আওতাভুক্ত ছিল।

সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পদার্থবিজ্ঞান ভবন ও রসায়ন ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম আবদুর রব এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘এ’ ইউনিটে ছাত্রদের জন্য ২১৩টি ও ছাত্রীদের জন্য ২১৩টি আসনের বিপরীতে মোট ৩৮ হাজার ১২ জন ছাত্র এবং ২২ হাজার ৩৪০ জন ছাত্রী আবেদন করেন।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জাবি), কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ ও ইনস্টিটিউট অব কম্পারেটিভ লিটারেচার অ্যান্ড কালচারভুক্ত ‘সি’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে।

পাশাপাশি নাটক ও নাট্যকলা এবং চারুকলা বিভাগের জন্য ‘সি-১’ ইউনিটের ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষার রেজাল্ট ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অন্যদিকে, আজ ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের রুম-১০২-এ এক পরীক্ষার্থী মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্রের ছবি তুলে চ্যাটজিপিটির সাহায্যে উত্তর নেওয়ার সময় প্রক্টরিয়াল বডির হাতে ধরা পড়েন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত পরীক্ষার্থী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) এবং পরবর্তীতে ‘এ’ ইউনিট (গণিত ও ভৌতবিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে নকল করার চেষ্টা করেন। মো. মাহমুদুল্লাহ হাসান নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাসিন্দা।

এর আগে গত ২৩ ডিসেম্বর রসায়ন বিভাগের রুম-৪০১-এ অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের পঞ্চম শিফটের পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি চ্যাটজিপিটিতে আপলোড করে উত্তর দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই শিফটে তিনি ২৪২তম স্থান অর্জন করেন।

জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার জানান, ‘ডি’ ইউনিটের উত্তরপত্রে অসঙ্গতি সন্দেহজনক হওয়ায় তদন্ত চলছিল এবং দ্বিতীয়বার ধরা পড়ার পর তার অনিয়ম নিশ্চিত হয়। তার সব ফলাফল বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। অভিযুক্ত পরীক্ষার্থীর উভয় ইউনিটের উত্তরপত্র বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যেকোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রমাণের ভিত্তিতে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।