শিরোনাম

শেরপুর, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার তিনটি নির্বাচনী আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াত মনোনীত হাফেজ রাশেদুল ইসলাম, এনসিপি মনোনীত ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া এবং শফিকুল ইসলাম মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া এ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি মনোনয়নপত্র দাখিল করেন।
শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী ও জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া মনোনয়নপত্র দাখিল করেন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াত মনোনীত মাওলানা নুরুজ্জামান বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন এবং আমিনুল ইসলাম বাদশা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের সময়সূচি ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।