শিরোনাম

সিলেট, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৭ জন প্রার্থী।
আজ সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত সিলেট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন জমা দেন।
সন্ধ্যা ৬টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। কোনো অভিযোগ পাওয়া যায়নি। আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে।
মোট জমা হওয়া মনোনয়নের মধ্যে সিলেট- সিলেট-১ আসনে ১০ জন, সিলেট-২ আসনে ৯ জন, সিলেট-৩ আসনে ৯ জন, সিলেট-৪ আসনে ৭ জন, সিলেট-৫ আসনে ৬ জন এবং সিলেট-৬ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
এর মধ্যে সিলেট-৬ আসনে বিএনপির দুই প্রার্থী এমরান চৌধুরী ও ফয়সল চৌধুরী, সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা ও তার ছেলে মনোনয়ন জমা দেন।
জোটে জমিয়তের জন্য ছেড়ে দেওয়া সিলেট-৫ আসনে মনোনয়ন জমা দিলেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশি মামুনুর রশীদ, যিনি চাকসু মামুন নামে পরিচিত।