শিরোনাম

সাতক্ষীরা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসন থেকে ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাদানের শেষদিনে আজ সোমবার স্ব-স্ব প্রার্থীরা ও তাদের প্রতিনিধিরা জেলা রির্টানিং অফিসার ও সহকারী রিটাানিং অফিসারের কার্যালয়ে হাজির হয়ে এ মনোনয়নপত্র জমা দেন।
সোমবার সন্ধ্যা পৌঁনে ৭ টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
সাতক্ষীরা-১ আসনের মনোনয়নপত্র জমাদানকারী উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. হাবিবুল ইসলাম হাবিব, বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শেখ মো. রেজাউল করিম ও স্বতন্ত্র এসএম মুজিবর রহমান।
সাতক্ষীরা-২ আসনের মনোনয়নপত্র জমাদানকারী উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মো. আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আব্দুল খালেক, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাহ উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুফতি রবিউল ইসলাম ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শফিকুল ইসলাম শাহেদ।
সাতক্ষীরা-৩ আসনের মনোনয়নপত্র জমাদানকারী উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কাজী আলাউদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র হাফেজ মুহাঃ রবিউল বাশার, জাতীয় পার্টির মো. আলিপ হোসেন, স্বতন্ত্র এম এ আসাফউদ্দৌলা খান, স্বতন্ত্র মো শহিদুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. ওয়েজ কুরনি।
সাতক্ষীরা-৪ আসনের মনোনয়নপত্র জমাদানকারী উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মো. মনিরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম, জাতীয় পার্টির মো. আব্দুর রশিদ, গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এস এম মোস্তফা আল মামুন ও স্বতন্ত্র মো. আব্দুল ওয়াহেদ।
সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।