শিরোনাম

মাদারীপুর, ২৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মাদারীপুর-১ সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন- নাদিরা আক্তার (বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি), মাওলানা আকরাম হোসেন (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), রাজিব হোসেন (গণ অধিকার পরিষদ), জহিরুল ইসলাম মিন্টু (জাতীয় পার্টি), পীরজাদা হানজালা (খেলাফত মজলিস), সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী (স্বতন্ত্র) ও কামাল জামান মোল্লা (স্বতন্ত্র)।
মাদারীপুর-২ সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন- জাহান্দার আলী জাহান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি), মুহিত হাওলাদার (জাতীয় পার্টি), মিল্টন বৈদ্য (স্বতন্ত্র) ও শহিদুল ইসলাম (স্বতন্ত্র)।
মাদারীপুর-৩ সংসদীয় আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন- আনিসুর রহমান খোকন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি), মাওলানা আজিজুল হক (ইসলামী আন্দোলন), আসাদুজ্জামান পলাশ (স্বতন্ত্র)।
বিষয়টি নিশ্চিত মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সম্পন্ন হয়েছে।