বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫

নাটোরে চারটি সংসদীয় আসনে ৩৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছবি : বাসস

নাটোর, ২৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। 

আজ সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারগণের দপ্তরে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।

মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন নাটোর-১ আসনে (লালপুর ও বাগাতিপাড়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ফারজানা শারমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, খেলাফত মজলিসের মো. আজাবুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহিল বাকী, বিপ্লবী ওয়াকার্স পার্টির মো. আনছার আলী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) এএসএম মোকাররেবুর রহমান, স্বতন্ত্র মো. তাইফুল ইসলাম টিপু এবং স্বতন্ত্র মোহাম্মদ ইয়াসির আরশাদ।

নাটোর-২ আসনে (নাটোর সদর ও নলডাঙ্গা) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. ইউনুস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মাহবুবুর রহমান এবং স্বতন্ত্র ড. মো. নুরুন্নবী মৃধা অন্যতম প্রার্থী।

নাটোর-৩ আসনে (সিংড়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. সাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খলিলুর রহমান. ওয়াকার্স পার্টির মো. মিজানুর রহমান, এনসিপি’র এস এম জার্জিস কাদির, জাতীয় পার্টির মো. আশিক ইকবাল, স্বতন্ত্র মো. দেলোয়ার হোসেন, স্বতন্ত্র মো. ইউসুফ আলী, দাউদার মাহমুদ এবং স্বতন্ত্র মো. খোরশেদ আলম।

নাটোর-৪ আসনে (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. আব্দুল আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. এমদাদুল্লাহ এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. মোকছেদুল মোমিন।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন জানান, নাটোরের চারটি সংসদীয় আসনে দাখিলকৃত মোট ৩৫টি মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম আগামীকাল থেকে শুরু হয়ে চলবে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।