শিরোনাম

পিরোজপুর, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আজ পিরোজপুর- ১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ সোমবার বেলা ৩ টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু সাঈদ -এর কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তার সাথে জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলায় শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন আহমেদ বাচ্চু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।