বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৭
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:০০

গোপালগঞ্জে শীতবস্ত্র বিতরণ 

ছবি : বাসস

গোপালগঞ্জ, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার টুঙ্গিপাড়া উপজেলায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। 

রোববার দিবাগত রাতে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল আলম।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলার সহকারী ভূমি কমিশনার (ভূমি) আলামিন হালদার সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল আলম জানান, দুস্থ ও অসহায় শীতার্তদের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।