বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৪

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। ছবি : বাসস

রাজশাহী, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। 

আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের বিএনপি প্রার্থী এড. শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাবেক আহবায়ক এড. এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, সহ-সভাপতি অ্যাড. ওয়ালিউল হক রানা, সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেয়ার পর দলের চেয়ারপার্সন ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, আমরা প্রত্যাশা রাখছি আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সবাই নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে আমরা ইনশাআল্লাহ বিজয় লাভ করব।

এদিকে, রাজশাহী-২ আসনে জামায়াতের প্রার্থী ডা. জাহাঙ্গীর আলম, রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী এড. শফিকুল হক মিলন, রাজশাহী-২ আসনে এবি পার্টির প্রার্থী সাইদ নোমান, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এড. সুলতানুল হক তারেক মনোনয়নপত্র জমা দিয়েছেন।