বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:২৮

রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন উপলক্ষে রিজিয়ন কমান্ডারের মতবিনিময় 

আজ রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন উপলক্ষে রিজিয়ন কমান্ডারের মতবিনিময় । ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ বাংলাদেশ সেনাবহিনীর খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা জোনের (২৭ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। 

মতবিনিময় সভায় বিজিবি’র মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন)-এর অধিনায়ক মুজিবুল হক পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, পার্বত্য অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য। আসন্ন নির্বাচন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে হবে।

তিনি বিভিন্ন অবৈধ কার্যক্রম, সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিভ্রান্তিমূলক অপপ্রচারণার বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সভায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।