বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:০২

রাজবাড়ীতে নির্বাচন নিয়ে সচেতনতামূলক ‘ভোটের গাড়ি’র যাত্রা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ীতে ‘ভোটের গাড়ি’র যাত্রা শুরু হয়েছে। ছবি : বাসস

রাজবাড়ী, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ‘ভোটের  গাড়ি’র যাত্রা শুরু হয়েছে। 

নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মানুষের মধ্যে পৌঁছে দিতে এই ভোটের গাড়ি  গতকাল রোববার জেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে অবস্থান করে।

ভোটের গাড়ির মাধ্যমে বিশেষ প্রচারণার অংশহিসেবে প্রদর্শিত হয়েছে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত ভিডিও, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্য ও প্রামাণ্যচিত্র, পাশাপাশি জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা।

জেলায় এই প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উচ্ছেন মে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম।

রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস সার্বিকভাবে ভোটের গাড়ি টিমকে  সহায়তা প্রদান করে।