শিরোনাম

বরিশাল, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে বরিশালে ২ শতাধিক শীতার্ত মানুষের মধে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন।
গতকাল রোববার রাত ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের লঞ্চঘাট এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় ও ভাসমান শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে শীতার্ত মানুষজন স্বস্তি প্রকাশ করেন।