বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৯

কুড়িগ্রামে ধানের শীষের প্রার্থী কায়াকোবাদের মনোনয়নপত্র দাখিল

কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট, ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়াকোবাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছবি: বাসস

কুড়িগ্রাম, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট, ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়াকোবাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সোমবার দুপুরে তিনি জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সংসদ সদস্য উমর ফারুক, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য পাবলিক প্রসিকিউটর  অ্যাডভোকেট বজলুর রশিদ, আশরাফুল হক রুবেল, আজিজুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে নেতৃবৃন্দ বলেন, সারাদেশের ন্যায় কুড়িগ্রাম-২ আসনের সাধারণ মানুষও দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার হবে।  

এ সময় সোহেল হোসনাইন কায়াকোবাদ বলেন, মানুষের আশা-আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। সাধারণ মানুষের অধিকার, ন্যায্যতা ও উন্নয়নের পক্ষে কাজ করাই আমার অঙ্গীকার।