শিরোনাম

দিনাজপুর, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে গতকাল জেলা বিএনপির নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিল করেছেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনীত করা হয় সৈয়দ জাহাঙ্গীর আলমকে। আজ সোমবার তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।
দুপুর আড়াই টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলামের কাছে সৈয়দ জাহাঙ্গীর আলম তার মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৭ ডিসেম্বর দিনাজপুর সদর আসনে মনোনয়নপত্র দাখিলের জন্য আমাকে নির্বাচিত পত্র দেন।
তিনি বলেন, দেশবাসী সকলেই অবগত রয়েছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বিকল্প প্রার্থী হিসেবে আমি দলীয় নির্দেশে আজ মনোনয়নপত্র দাখিল করলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে নির্দেশ দেবেন, সেভাবেই পরবর্তীতে বিএনপির প্রার্থী বিবেচিত হবেন। দলীয় সিদ্ধান্তের বাইরে কিছু করবো না।