বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪:০৩

গাইবান্ধায় স্কুল ফিডিং প্রোগ্রাম শুরু

শহরের সরকারি কলেজিয়েট স্কুলে গতকাল রোববার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : বাসস

গাইবান্ধা, ২৯ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং প্রোগ্রাম ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে শুরু হয়েছে। 

এই উপলক্ষে দুপুরে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও) আব্দুল হান্নানের সভাপতিত্বে শহরের সরকারি কলেজিয়েট স্কুলে গতকাল রোববার এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. তরুণ কুমার দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। 

প্রাণিসম্পদ কর্মকর্তা ড. তরুণ কুমার দত্ত কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের মাধ্যমে এই কর্মসূচিকে সফল করার জন্য স্কুল চলাকালে শিক্ষার্থীদের যথাযথভাবে খাবার সরবরাহ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

ইউপিইও মো. আব্দুল হান্নান বলেন, এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের ভর্তির হার এবং উপস্থিতি বৃদ্ধি করা। একইসাথে শিক্ষার্থীদের অপুষ্টি সমস্যা দূর করা, অনুপস্থিতি হ্রাস করা এবং পারিবারিক পর্যায়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, প্রাথমিকভাবে সদর উপজেলার ২২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ হাজার ৭১৫ জন শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

এই কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী সপ্তাহের পাঁচ দিনে ১২০ গ্রাম রুটি, ৬০ গ্রাম সেদ্ধ ডিম (এক টুকরো), ২০০ গ্রাম ইউএইচটি দুধ, ৭৫ গ্রাম ফোর্টিফাইড বিস্কুট, ১০০ গ্রাম কলা বা স্থানীয় ফল পাবে। প্রথম পর্যায়ে সদর উপজেলার ২২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ হাজার ৭১৫ জন শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
বাসসের সাথে আলাপকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাস বলেন, জেলার পলাশবাড়িয়া উপজেলার ২১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার ৮২২ জন শিক্ষার্থীর জন্যও এ কর্মসূচি শুরু হয়েছে।

ডিপিইও কর্মসূচিটি যেভাবেই হোক সফল করার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী কোনও সমালোচনা ছাড়াই সরবরাহ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এসময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল ইসলাম, মো. শহীদুল্লাহ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।