বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮

গভীর রাতে শীতার্তদের খোঁজ নিলেন চট্টগ্রামের ডিসি

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রোববার রাতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় শীতার্ত, দরিদ্র, ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : প্রচণ্ড শীতের রাতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত, দরিদ্র, প্রতিবন্ধী ও বসত বাড়িহীন ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

জেলা প্রশাসনের উদ্যোগে রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। 

এ সময় নগরীর ডিসি হিল, কাজির দেউরি, সিআরবি, রেলস্টেশন এলাকা, শিল্পকলা একাডেমি-সংলগ্ন এলাকা ও মেহেদীবাগ এলাকায় অবস্থানরত শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক। এক রাতেই মোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়।

এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন— উপ-পরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

তারা এই সার্বিক কার্যক্রম তদারকি করেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।