বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮

বাগেরহাটে চারটি সংসদীয় আসনে ৪১ মনোনয়ন সংগ্রহ

বাগেরহাট, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপিসহ জামায়াত, এনসিপি, জাসদ রব, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিস, মুসলিম লীগ, এবি পার্টি, স্বতন্ত্র প্রার্থী মিলে আজ পর্যন্ত ৪১ টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রার্থীগণ। 

বাগেরহাট জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার এ তথ্য নিশ্চিত করেছেন। বাগেরহাট-১ আসনে (মোল্লাহাট-চিতলমারী-ফকিরহাট) বিএনপির প্রার্থী হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কপিল কৃষ্ণ মন্ডল।

জামায়াতে ইসলামী বাংলাদেশের মো. মশিউর রহমান খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মামুনুল হক, ইসলামি আন্দোলনের মুজিবুর রহমান শামীম, এবি পাটির্র মো. আমিনুল ইসলাম, মুসলিম লীগের এম ডি শামসুল হক, জাতীয় পার্টির স ম গোলাম সরোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী ৮ জনসহ মোট ১৫ জন।

বাগেরহাট -২( বাগেরহাট সদর -কচুয়া) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জামায়াতের শেখ মনজুরুল হক ( রাহাদ) খেলাফত মজলিস বালী নাছের ইকবাল, ইসলামি আন্দোলন শেখ আতিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী ৩ জনসহ মোট ৮ জন।

বাগেরহাট -৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির প্রার্থী ডক্টর লায়ন শেখ ফরিদুল ইসলাম, জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, ইসলামি আন্দোলনের শেখ জিল্লুর রহমান, এনসিপির মো. রহমাতুল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জে এস ডি-রব) মো. হাবিবুর রহমান এবং স্বতন্ত্র ৪ জনসহ মোট ৯ প্রার্থী।

বাগেরহাট -৪ ( মোরেলগঞ্জ- শরনখোলার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে, জামায়াতের মো. আব্দুল আলীম, ইসলামি আন্দোলন মো. ওমর ফারুক, সমাজতান্ত্রিক দল (জেএসডি- রব) মো. আ. লতিফ খান এবং স্বতন্ত্র ৫ জনসহ মোট ৯ জন।