বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ২১:২৪

সিলেটে ছয় সংসদীয় আসনে ৫৬ মনোনয়ন বিতরণ

ফাইল ছবি

সিলেট, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের তৎপরতা বেড়েছে। আজ পর্যন্ত এসব আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দলীয় প্রার্থীদের পাশাপাশি ৭ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

এখন পর্যন্ত মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী আগামীকাল সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করছেন। রোববার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বিতরণ ও দাখিলসংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিলেট-১ আসনে ১০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিলেট-২ আসনে সংগ্রহ করা হয়েছে ১০টি মনোনয়নপত্র। সিলেট-৩ আসনে সবচেয়ে বেশি ১১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সিলেট-৪ ও সিলেট-৫ আসনে ৮টি করে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সিলেট-৬ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।