বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ২০:১৪

হাদি হত্যার বিচার দাবিতে রংপুরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

ছবি : বাসস

রংপুর, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

আজ রোববার বিকাল ৩টায় রংপুর মহানগরীর শহীদ হাদি চত্বরে (সাবেক ডিসি মোড়) ইনকিলাব মঞ্চের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) ইউনিট ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রনেতারা মূল পরিকল্পনাকারীসহ- হাদির হত্যাকাণ্ডে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

অবস্থান চলাকালে বিক্ষোভকারীরা ‘বিচার, বিচার, বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘তুমি কে, আমি কে—হাদি হাদি’, ‘আমরা সবাই হব হাদি—গুলির মুখে কথা বলব’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের বেরোবি ইউনিটের আহ্বায়ক জাহিদ হাসান জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক রংপুর মহানগর সদস্য-সচিব মো. রহমত আলী, সাবেক মুখপাত্র খন্দকার নাহিদ হাসান, জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্য-সচিব হাজিম উল হক, যুগ্ম সদস্য-সচিব ফারহান তানবীর ফাহিম, সংগঠক মাহবুব হাসান তন্ময় ও সীমান্ত ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিকে নয়, বরং ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আঘাত করেছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদি। তার হত্যার প্রতিবাদে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

এদিকে, ইনকিলাব মঞ্চ এর আগে দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচির ঘোষণা দিলেও জনদুর্ভোগ এড়াতে রংপুরে সড়ক অবরোধ না করে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।