শিরোনাম

নীলফামারী, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন হয়েছে। আজ রোববার দুপুরে পৃথক অনুষ্ঠানে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।
জলঢাকা উপজেলায় মেধাকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ ইমরুল মোজাক্কিন।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছামাদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. পারুলী আক্তার, বেসরকারি সংস্থা ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান, মেধাকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন চৌধুরী প্রমুখ।
অপরদিকে কিশোরগঞ্জ উপজেলায় কেশবা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোছা. মাহমুদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন ইএসডিওর জেলা স্কুল ফিডিং কর্মসূচির ব্যবস্থাপক মো. সামসুল আলম ও আঞ্চলিক ব্যবস্থাপক মো. জমশেদ আলী প্রমুখ।
ইএসডিওর জেলা স্কুল ফিডিং কর্মসূচির ব্যবস্থাপক মো. সামসুল আলম জানান, জলঢাকা উপজলায় ২৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ হাজার ৫৫৭ জন শিক্ষার্থী ও কিশোরগঞ্জ উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী এ সুবিধা পাবে। শিক্ষার্থীরা স্কুল চলাকালে রুটিনমাফিক কলা, সিদ্ধ ডিম ও পাউরুটি পাবে।