শিরোনাম

ফরিদপুর, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ আজ রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্যার কার্যালয়ে আজ দুপুরে মনোনয়নপত্র জমা দেন ফরিদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। একই দিনে বিকেলে ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী রায়হান জামিল মনোনয়নপত্র জমা দেন।
এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেন, নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ রয়েছে। এ বছর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে বলে আশা করছি। তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে পথ চলার আহ্বান জানান।
অপরদিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রায়হান জামিল বলেন, বিজয়ী হই বা না হই মানুষের পাশে থাকতে চাই। শান্তিপূর্ণ ভোট হলে তিনি নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।