বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:১৪

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের মনোনয়নপত্র দাখিল

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের মনোনয়নপত্র দাখিল। ছবি: বাসস

বাগেরহাট, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ বিকেল সাড়ে ৪টায় মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামানন্দ কুন্ডুর কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকালে কপিল কৃষ্ণ মন্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের অন্তর্ভুক্ত মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা।

এসময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কপিল কৃষ্ণ মন্ডলের নেতৃত্বে বিএনপি এ আসনে গণমানুষের সমর্থন নিয়ে শক্তিশালীভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিস চত্বরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।