বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৮

নেত্রকোণা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্র দাখিল

ছবি: বাসস

নেত্রকোণা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। 

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বারুঙ্গা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. শহিদুল্লাহ, ট্রাইবাল অ্যাসোসিয়েশনের সভাপতি গিলবার্ট চিচাম, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক প্রভাত রঞ্জন সাহা, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চান চেয়ারম্যান এবং কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করছি। তিনি জনগণকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান।