বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭

ভোলায় ট্রাক-সিএনজির সংঘর্ষে ৩ যাত্রী নিহত, আহত ৪

ভোলা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ভোলার বোরহানউদ্দিনে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 

আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লালমোহন উপজেলার ভেদুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো: মিজান (৩৪), একই উপজেলার আজমেরি আরমিন (২২)। তবে নিহত অপর যাত্রী রিয়াজ উদ্দিনের (৩৭) ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।  

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমোহন থেকে যাত্রী নিয়ে জেলা শহর ভোলা সদরের উদ্দেশ্যে রওনা করে সিএনজিটি। পরে বোরহানউদ্দিনের মানিকারহাট বাজার সংলগ্ন মাদ্রাসার মোড় এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকায় দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আজমেরি আরমিনকে মৃত ঘেষণা করেন চিকিৎসকরা।

বোরহানউদ্দিন থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।